ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

‘বরিশালের মেয়েরা বংশীয়গতভাবেই সুন্দরী’

#

নিজস্ব সংবাদদাতা

০৫ নভেম্বর, ২০২৪,  12:25 PM

news image
ছবি: সংগৃহীত

দেশের শোবিজ দুনিয়ায় বরিশালের মেয়েদের আলাদা জায়গা করে নেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। বরিশালের তানজিম সাইয়ারা তটিনী, সাদিয়া আয়মান এবং মাখনুন সুলতানা মাহিমা—এই তিনজনই বর্তমানে বিনোদন জগতে দারুণ সাড়া ফেলেছেন। তাদের সাফল্য আর সৌন্দর্য নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনা, তেমনি উৎসাহী দর্শকের কৌতূহলও দিন দিন বাড়ছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিমাকে প্রশ্ন করা হয়, বরিশালের মেয়েরা কেন এত সুন্দরী। মাহিমা হেসে উত্তর দেন, “বরিশালের মেয়েরা বংশগতভাবেই সুন্দরী।” তার এই মন্তব্য বেশ সাড়া ফেলেছে। নতুন করে আলোচনায় এসেছে বরিশালের মেয়েদের সৌন্দর্যের বিষয়টি।

মডেল এবং অভিনেত্রী সাদিয়া আয়মান ছোট পর্দায় বেশ কিছু নাটক ও ধারাবাহিকে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। অল্প বয়সেই অভিনয়ের প্রতিভা ও পরিশ্রম দিয়ে তিনি চলচ্চিত্রে জায়গা করে নিয়েছেন। তার বেশ কিছু অনলাইন স্ট্রিমিং ফিল্মও সম্প্রতি জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে, টিকটকে জনপ্রিয় হয়ে ছোটপর্দায় আসা মাখনুন সুলতানা মাহিমা ভিন্ন ধারার একটি চরিত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার উচ্ছল তারুণ্য এবং মিষ্টি হাসি তাকে আলাদা করেছে অন্যদের চেয়ে। “বদমাইশ পোলাপাইন” ওয়েব সিরিজে অভিনয় করে মাহিমা নতুনভাবে দর্শকদের নজর কাড়েন।

“সুহাসিনী” নাটকের মাধ্যমে সবার চোখে পড়েন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বেশ কিছু জনপ্রিয় কাজ নিয়ে। তার অভিনয় দক্ষতা এবং ভাইরাল হওয়া কাজের কারণে তিনি অল্প সময়েই ব্যাপক পরিচিতি পেয়েছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী