ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

‘শিক্ষার মানোন্নয়নই আমাদের অঙ্গীকার’ — ভিপি মহিউদ্দিন

#

নিজস্ব সংবাদদাতা

২১ জুন, ২০২৫,  6:45 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ভিপি মহিউদ্দিন মুকুল বলেছেন, “ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটিকে শিক্ষা ও নৈতিকতার মানদণ্ডে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীরা, অভিভাবক এবং অ্যাডহক কমিটিকে আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করতে হবে।”

শনিবার (২০ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ ইদ্রিছ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য লিয়াকত আলী, শিক্ষক প্রতিনিধি হাসান জামান, ইব্রাহিম আজাদ, জামাল উদ্দিন চৌধুরী বাদল, ফাহমিনা আক্তার ও ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভায় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল-শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের শেখার পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন সহ বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণ।

সভাটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে একটি গঠনমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে বলে জানান বক্তারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী