ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

অস্ত্র তৈরির কারখানা থেকে তিন জনকে আটক করেছে র‌্যাব-৭

#

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  5:41 PM

news image
তিন জনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : অস্ত্র তৈরির একটি কারখানা থেকে তিন জনকে আটক করেছে র‌্যাব-৭। এসময় আটটি অস্ত্র (দেশীয় তৈরী বন্দুক), অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকার গহীন জঙ্গলে অস্ত্র তৈরির একটি কারখানা থেকে জব্দ করা হয়। 

বুধবার রাতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ।

আটকরা হলেন- টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার সিদ্দিক আহমেদর ছেলে আমিরুল ইসলাম (৩৮), জুমপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে আব্দুল গফুর (৩০) ও একই এলাকার মো. মুছার ছেলে মো. বাদশা (২৮)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ বলেন, চিহ্নিত সন্ত্রাসী হামিদ বাহিনীর অবৈধ অস্ত্র তৈরীর কারখানার সন্ধানে টইটং ইউনিয়নের পাহাড়ের গহীন জঙ্গলে ঘেরা আটটি পাহাড়ে আমরা অভিযান চালাই। ৪৮ ঘন্টার এ অভিযানে আমরা নির্জন পাহাড়ের একটি ঘরে অস্ত্র তৈরীর কারখানাটির সন্ধান পাই। সেখান থেকে অবৈধ অস্ত্র তৈরীর নানা উপকরণ ও দেশীয় তৈরী আটটি অস্ত্র জব্দ করা হয়। 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী হামিদকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী