ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আইনশৃংখলায় বিশেষ অবদান: পুলিশ কর্মকর্তা খোকনকে অ্যাওয়ার্ড প্রদান

#

২৫ নভেম্বর, ২০২৩,  10:17 PM

news image

কক্সবাজার অফিস:

কক্সবাজারের চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র-কে শের-ই-বাংলা একে ফজলুল হক পদকে ভূষিত করা হয়েছে । আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখা, কাজে দক্ষতা অর্জন, পরিচ্ছন্নতা ও ন্যায়- নিষ্ঠার ফলশ্রুতিতে তিনি এ পদক অর্জন করেছেন। 

জানা গেছে , শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট এর আয়োজনে গত ১৮ নভেম্বর বিকেলে রাজধানীর  বিজয়নগরের  পুরানা পল্টনস্হ হোটেল অরনেট  হলরুমে  শের-ই-বাংলা একে ফজলুল হক এর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে "কর্মময় জীবন" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টর থেকে সরকারি-বেসরকারি  প্রতিষ্ঠানের ব্যক্তি বিশিষ্টজনদের "শের-ই-বাংলা একে ফজলুল হক অ্যাওয়ার্ড-২৩" প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগ থেকে যানযট ও আইনশৃঙ্খলায় বিশেষ অবদানের জন্যে সফল পুলিশ কর্মকর্তা হিসেবে খোকনকে এই পদক প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শের-ই-বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র এবং সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্‌গুব মোর্শেদ। 

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক মনোরঞ্জনকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র তার অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে জানান, ছোটকাল থেকে আমার প্রবল ইচ্ছে ছিল একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ অফিসার হবো। সেই লক্ষ্যে স্থির হয়ে পড়াশোনা ঠিকভাবে চালিয়ে নিয়েছি। ২০০৭ সালে আমি পুলিশের চাকরিতে যোগদান করি। শুরু থেকে এই পেশাটি এনজয় করছি। যদিও এই পেশাটিতে নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকি নিয়ে ঠিকে থাকতে হয়৷ পুলিশের চাকরি ভাল লাগার আরেকটি কারণ হলো এই পেশার মধ্যদিয়ে অসহায়,  বঞ্চিত ও সাধারণ লোকজনদের সঙ্গে মিশে পরামর্শ ও সেবা প্রধান করা যায়৷ 

খোকন কান্তি রুদ্র চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ বডহাতিয়া গ্রামের হেমেন্দু বিকাশ রুদ্র ও শিফু রাণী'র  সন্তান। 



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী