আইনশৃংখলায় বিশেষ অবদান: পুলিশ কর্মকর্তা খোকনকে অ্যাওয়ার্ড প্রদান
২৫ নভেম্বর, ২০২৩, 10:17 PM
NL24 News
২৫ নভেম্বর, ২০২৩, 10:17 PM
আইনশৃংখলায় বিশেষ অবদান: পুলিশ কর্মকর্তা খোকনকে অ্যাওয়ার্ড প্রদান
কক্সবাজার অফিস:
কক্সবাজারের চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র-কে শের-ই-বাংলা একে ফজলুল হক পদকে ভূষিত করা হয়েছে । আইনশৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখা, কাজে দক্ষতা অর্জন, পরিচ্ছন্নতা ও ন্যায়- নিষ্ঠার ফলশ্রুতিতে তিনি এ পদক অর্জন করেছেন।
জানা গেছে , শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট এর আয়োজনে গত ১৮ নভেম্বর বিকেলে রাজধানীর বিজয়নগরের পুরানা পল্টনস্হ হোটেল অরনেট হলরুমে শের-ই-বাংলা একে ফজলুল হক এর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে "কর্মময় জীবন" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টর থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তি বিশিষ্টজনদের "শের-ই-বাংলা একে ফজলুল হক অ্যাওয়ার্ড-২৩" প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগ থেকে যানযট ও আইনশৃঙ্খলায় বিশেষ অবদানের জন্যে সফল পুলিশ কর্মকর্তা হিসেবে খোকনকে এই পদক প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শের-ই-বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র এবং সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক মনোরঞ্জনকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র তার অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে জানান, ছোটকাল থেকে আমার প্রবল ইচ্ছে ছিল একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ অফিসার হবো। সেই লক্ষ্যে স্থির হয়ে পড়াশোনা ঠিকভাবে চালিয়ে নিয়েছি। ২০০৭ সালে আমি পুলিশের চাকরিতে যোগদান করি। শুরু থেকে এই পেশাটি এনজয় করছি। যদিও এই পেশাটিতে নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকি নিয়ে ঠিকে থাকতে হয়৷ পুলিশের চাকরি ভাল লাগার আরেকটি কারণ হলো এই পেশার মধ্যদিয়ে অসহায়, বঞ্চিত ও সাধারণ লোকজনদের সঙ্গে মিশে পরামর্শ ও সেবা প্রধান করা যায়৷
খোকন কান্তি রুদ্র চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ বডহাতিয়া গ্রামের হেমেন্দু বিকাশ রুদ্র ও শিফু রাণী'র সন্তান।