ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

এপেক্স ক্লাব অব পটিয়ার সদস্যদের মাঝে ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠিত

#

২১ জুলাই, ২০২৩,  10:06 PM

news image

পটিয়া এপেক্স ক্লাবের সদস্যদের মাঝে ২য় ধাপে এপেক্স  বাংলাদেশের  ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠান শুক্রবার পটিয়া খুশবো রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

এতে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম ও ফ্লোর মেম্বার নাফিজ করিম চৌধুরীর হাতে ডিরেক্টরি  তুলে দেন  ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ও সেক্রেটারী এন্ড ডিএনএ এপেক্সিয়ান লিয়াকত আলী। 


এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট  এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন  পরিচালক এপেক্সিয়ান মোরশেদুর রেজা সবুজ ও অনন্য এপেক্সিয়ানবৃন্দ। 

এতে বক্তারা বলেন পৃথিবীতে সকল সেবার সবচেয়ে বড় সেবা হচ্ছে মানবসেবা। কম ভাগ্যবান মানুষের পাশে নিজেদের সামথ্য অনুযায়ী অর্থ ব্যায় করে এপেক্স ক্লাবের প্রতিনিধিরা যে কাজ করে চলেছেন তা ইতিমধ্যে সমাজ ও বিবেগবান মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় কাজ। ঝরেপড়া মানুষের দায়িত্ব নিয়ে আগামীতেও এ কাজ অব্যাহত রাখতে সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান। 

পরে সদস্যদের মাঝে এপেক্স বাংলাদেশের সকল ক্লাবের ডকুমেন্টারী সংবলিত ছাপানো ডিরেক্টরি তুলে দেয়া হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী