ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি

#

নিজস্ব সংবাদদাতা

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:06 AM

news image
দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি

নিজস্ব প্রতিনিধি : রোববার সন্ধ্যায় কক্সবাজারে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ ফেরদৌস (২৫) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত মোহাম্মদ ফেরদৌস ওই এলাকার নুরুন নেছারের ছেলে। আহতরা হলেন— মোহাম্মদ ওয়াসিম (৩০), মোহাম্মদ, রাসেল (২৫), মোহাম্মদ সিরাজ (৫৫) ও মোহাম্মদ আরিফ বাদশাসহ (২৮) ১০ জন।

 জানা যায়, শনিবার দুপুরে লবণমাঠের পানি চলাচল নিয়ে বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ ফেরদৌস পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনা কেন্দ্র করে রোববার সন্ধ্যায় ফকিরাঘোনা এলাকায় আবারও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ফেরদৌস নামে এক যুবক নিহত হন এবং আহত হন কমপক্ষে ১০ জন। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি পাঁচটির অধিক গুলির চিহ্ন রয়েছে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আবদুল হাই মোবাইল ফোনে জানান, লবণমাঠের পানি চলাচল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী