ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পদযাত্রা: পাল্টা শান্তি সমাবেশ আ'লীগের

#

নিজস্ব সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৩,  9:17 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার  দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ব্যবস্থাপনায় পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল শনিবার (১৯ আগষ্ট) পটিয়া দলীয় বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরুর প্রাক্কালে আয়োজিত সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এর  সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শামিম বলেন, খালেদা জিয়ার মুক্তি এখন জনতার দাবী। এই দাবী অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। যদি সরকার জনগনের দাবী মেনে না নেয়, তাহলে বাংলাদেশের জনগণই সরকারকে মানতে বাধ্য করাবে।আমাদের পরিষ্কার কথা, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। এবং ভালোই ভালোই পদত্যাগ করুন, এটাই একমাত্র পথ, এর বাইরে আর কোন বিকল্প পথ নেই। 

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন,কিন্তু আওয়ামী অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে অন্যায় ভাবে বন্দি রেখে গনতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিএনপি নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। সারা দেশে আমাদের অগনিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি সমাবেশে লক্ষ লক্ষ মানুষের দীপ্ত কণ্ঠে শুধু একটি আওয়াজ এসেছে - বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু  হয়ে চট্টগ্রাম - কক্সবাজার মহা - সড়কের খরনা বাইপাস রোডে গিয়ে শেষ হয়। পদযাত্রা কর্মসূচিতে  উপস্থিত ছিলেন জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পালটা শান্তি সমাবেশ করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ।

পটিয়া থানার মোড়ে আয়োজিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরীর, সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আবদুল খালেক  মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, আলমগীর আলম, নাসির উদ্দিম প্রমুখ। এতে বক্তারা বলেন, বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। আগামীতেও আওয়ামী লীগ সরকার জনগনের ভোটে নির্বাচিত হবে বলেও জানান তারা।

এদিকে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে প্রশাসন কঠোর অবস্থানে ছিল। 

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, দুই দলের কর্মসূচীকে কেন্দ্র করে পটিয়ায় কোন ধরনের অরাজকতা যাতে না হয় তার জন্য পটিয়া পুলিশ প্রশাসন, জেলা পুলিশ সতর্ক অবস্থানে ছিল। দুই দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী