ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

গারো পাহাড়ে বন্যহাতির মৃতদেহ

#

২০ ফেব্রুয়ারি, ২০২২,  10:09 AM

news image
বন্যহাতির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : শনিবার সকাল ১০টায় ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকা থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ ও থানার এসআই মো. হাবিবুর রহমান, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ঝিনাইগাতী রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০২ নম্বর পিলারের কাছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকার ঝোড়ায় কয়েকজন রাখাল একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা বন বিভাগকে জানান। এলাকাটি গভীর অরণ্য হওয়ায় রাতে খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি। শনিবার সকাল ১০টার দিকে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের কর্মকর্তা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন। 

ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, মৃত ওই মাদি বন্যহাতিটির বয়স বয়স ৭ থেকে ৮ বছর। হাতিটি আনুমানিক একদিন আগে মারা যেতে পারে। মৃত হাতিটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে। নমুনা নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ  জানান, ময়নাতদন্তের পর এটিকে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী