ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত আহত ৩

#

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  12:55 PM

news image

কক্সবাজার অফিস 

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায়
বাবার শ্মশানে শ্রাদ্ধ শেষে  ফেরার পথে পিক-আপ ভ্যানের চাপায় একই পরিবারের  ৪ সহোদর নিহত হয়েছেন।   এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।  

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে   চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাটের হাসিনা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়ার  বর্তমানে ডুলাহাজারার বাসিন্দা মৃত ডা. সুরুজ শীলের ছেলে নিরুপন সুশীল, অনুপম সুশীল, দীপক সুশীল, চম্বক সুশীল। 

এছাড়া অপর ২ ভাই রক্তিম শীল, সরন শীল ও বোন হিরা শীলকে গুরুতর আহত অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। 

চকরিয়ার ডুলাহাজারা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাসানুল ইসলাম আদর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার ভোরে মৃত বাবার শ্মশান থেকে ফেরার পথে  মালুমঘাটের হাসিনা পাড়া এলাকায় একটি দ্রুতগামী পিকআপ তাদেরকে চাপা  দিয়ে পালিয়ে যায়।  এসময় ঘটনাস্থলে ৪ ভাইয়ের মৃত্যূ হয় এবং গুরুতর আহত হয় আরও দুজন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,  নিহতদের বাবা দশদিন আগে মারা যান। বাবার জন্য শ্রাদ্ধ (ক্রীয়া কর্ম) দিয়ে বাড়ি ফিরতে একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন।উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। গাড়িটি শনাক্ত করা যায়নি। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী