ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

টেকনাফে ১৯ মায়ানমার নাগরিক উদ্ধার আটক পাঁচ দালাল

#

২৮ মে, ২০২৩,  1:05 AM

news image

কক্সবাজার অফিস:

কক্সবাজারের টেকনাফ নাইট্যংপাড়া এলাকা থেকে ১৯ জন মায়ানমারের নাগরিকসহ  মানবপাচারে জড়িত পাঁচ   দালালকে আটক করেছে পুলিশ। আটক মায়ানমারের নাগরিকদের নাম পরিচয় পাওয়া না গেলে  ও দালালদের পরিচয় পাওয়া গেছে।তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে টেকনাফ থানায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।  

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবদুল হালিম জানান, শুক্রবার (২৬মে) দিবাগত রাত ১১ টার পর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯ জন মায়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। আটকদের মধ্যে -  ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচ  জন মানবপাচারকারী বাংলাদেশী দালালকেও আটক করা হয়েছে।  আটক পাঁচ দালালরা  হচ্ছে   টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড়ের নাইট্রং পাড়ার মোঃ সেলিমের ছেলে জাহিদ হোসেন( ৩৫), মোঃ হাসেমের ছেলে জামাল হোসেন (৩১)  আমিন শরীফের স্ত্রী হাজেরা বেগম (৪২)ও টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বরইতলী গ্রামের আলী জোহার ছেলে মোঃ ইউনুচ( ২৪) ও মোঃ শাহ এর ছেলে দ্বীন ইসলাম( ৩২)।

উদ্ধার মায়ানমারের নাগরিকদের বিস্তারিত জানতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে হস্থান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি আব্দুল হালিম। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী