ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

তথাকথিত হেভিওয়েট প্রার্থীরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে মামলা হামলায় লিপ্ত- এম এয়াকুব আলী

#

নিজস্ব সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৩,  8:30 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন,পটিয়ার মানুষ শান্তিপ্রিয় তারা সবসময় শান্তি চাই। এতো বছর ধরে তারা অশান্তিতে ছিল। শাসন আর শোষণের যাঁতাকলে পিষ্ট ছিল। ভয়ে মুখ খুলতে পারে নি তারা। পটিয়ার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, পটিয়ার মানুষ দুঃখে থাকলে আমি ব্যাথিত হই। সমাজের রন্দ্রে রন্দ্রে আজ মাদকের ছোবল গ্রাস করেছে। যার কারনে যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হয়েছে। আমি নির্বাচিত হলে পটিয়া থেকে সন্ত্রাস মাদক মুক্ত পটিয়া বির্নিমানে কাজ করব।

তিনি বলেন, আজকে যারা হেভিওয়েট প্রার্থী বলে এলাকায় গুজব ছড়াচ্ছে তারা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা নিয়ে ইতোমধ্যে মারামারি হানাহানি শুরু হয়েছে। পাল্টা পাল্টি হামলা মামলা হয়েছে। এবার পটিয়ার মানুষ তাদের হাত থেকে পরিত্রান চাই। কোন পেশিশক্তি এবারের নির্বাচনে সুযোগ নিতে পারবে না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সেই তথাকথিত হেভিওয়েট প্রার্থীরা মানুষের কাছে ভোট চাইতে যায়নি। কারন তারা দিনের ভোট রাতে নিয়েছে। এবার আমি প্রার্থী হওয়ায় তারা যাচ্ছে ভোটারদের ধারে ধারে, এমনকি টাকার প্রলোভনও দিচ্ছে সাধারণ ভোটারদের। আমি যেখানে যাচ্ছি সেখানেই সাধারণ মানুষের ঢল নামছে। তারা মুখিয়ে আছে তাদের ভোটাধিকার আদায়ের সংগ্রামে অংশ নেয়ার। এবার পশ্চিম পটিয়াবাসী ঐক্যবদ্ধ। তারা শোষণ শাসনের বিরুদ্ধে নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে পশ্চিম পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই।

বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী পটিয়ার বুধপুরা বাজার ও আশিয়া বাংলা বাজার এলাকায় নোঙ্গর প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্ধোধন ছাড়াও পিঙ্গলা, শেখপাড়া, মল্লপাড়া, মুন্সিপুকুর পাড়, আশিয়া বাংলা বাজার, পূর্ব আশিয়া এলাকায় গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মনসুর আলম, ইন্জিনিয়ার আবদুর রশিদ, আলহাজ্ব ছৈয়দ, ডা. জাহাঙ্গীর, মোহাম্মদ আলী, জায়েদুল হক মেম্বার, আলী আহমদ, নাঈম উদ্দিন সওদাগর, আলমগীর, আবছার, কালু, শফি, নেছার সহ আরো অনেকেই।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী