ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনমজুরের গরু জবাই করে ভূড়িভোজের আগেই পুলিশের হানা: মাংস ও মদ জব্দ

#

০৮ জুলাই, ২০২৩,  1:16 AM

news image

কক্সবাজার অফিস:

কক্সবাজারে দূর্গম পাহাড়ে বিএনপি সমর্থিত একদল সশস্ত্র সন্ত্রাসী এক দিন মজুরের গৃহপালিত ষাড়  জবাই করে ভূড়িভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাঁচা মাংস,গরুর চামড়া ও দেশীয় মদ জব্দ করেন। 

কক্সবাজার সদর উপজেলা থেকে চার কিলোমিটার দক্ষিণে  আশ্বালতুলী ঘোনা নামক পাহাড়ি এলাকা থেকে ৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় জবাই করা গরুর মাংস মাটিতে পুতে ফেলা চামড়াসহ দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একদল বিএনপির সন্ত্রাসী ক্যাড়ার সাড়ে তিনমণ ওজনের একটি ষাড় অস্ত্রের মূখে  মালিককে জিম্মি করে নিয়ে যায় গত ৪ জুলাই সোমবার।

এব্যাপারে হতদরিদ্র দিন মজুর গরুর মালিক মোঃ সলিম উল্লাহ  ওইদিন থানায় অভিযোগ করেন তার গরুটি বিএনপি সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী ক্যাড়ার ডজন মামলার পলাতক আসামী সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর হাজী পাড়ার মৃত মোঃ ইদ্রিসের ছেলে মোঃ শাহী ফেরদৌস বকুল (৩৭),দক্ষিণ হাজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মনিরসহ ১০/১২ সন্ত্রাসী অনুমান ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ষাড়টি জোর পূর্বক নিয়ে যায়। সর্বশেষ ৭ জুলাই শুক্রবার প্রকাশ্যে দিবালোকে  আশ্বালতলী পাহাড়ি এলাকায় তার গৃহপালিত গরুটি জবাই করলে পুলিশকে জানানো হয়। জবাই করা গরুর মাংস রান্না করার সময় কক্সবাজার সদর মড়েল থানার পুলিশের দুইটি টীম ঘটনাস্থলে গিয়ে মংস দেশীয়মদসহ রান্না করার সরঞ্জামাদি উদ্ধার করেন।এস আই মকবুল আহমদ ও এ এস আই শিলু বড়ুয়া জানান পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে  যায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হাসান ,এ বিষয়ে বলেন,যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দূধর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাংস মালিককে ফেরত দেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য বকুল সাবেক ছাত্রদল নেতা ইসহাকের ছোট ভাই।বকুল সদর উপজেলা স্বেচ্ছাসেক দলের সাংগঠনিকসম্পাদক বলে জানাগেছে।আর মনির বিএনপি সমর্থিত একজন পেশাদার সন্ত্রাসী।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী