ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউইয়র্কে পাঁচশ পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

#

০১ মে, ২০২২,  2:56 AM

news image

অনলাইন ডেস্ক : পাঁচশত পরিবারকে রমজান ও ঈদসামগ্রী  বিতরণ করলো সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। 

নিউইয়র্কের ২৯ এপ্রিল রোজ শুক্রবার তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করে।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ও আমেরিকান ফ্যামিলি সাপোর্ট সেন্টারের উদ্যোগে রমজান ও ঈদসামগ্রী হালাল চিকেন ও গ্রোসারি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ২৬ ডিস্ট্রিকের কাউন্সিল ওমেন জুলি উন। তিনি বলেন, আমি আপনাদের উপস্থিতি ও কর্মসূচি বাস্তবায়নে যে আগ্রহ আমাকে আনন্দিত করেছে। আমি এই স্যগঠনের অগ্রযাত্রা কামনা করি।

বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের ডাইরেক্টর ইভি হ্যান্ড টু পুলুস , আরব আমেরিকান সংগঠনের সালমা আহমেদ ও সদস্যবৃন্দ। সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

এস্টোরিয়া বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক প্রথম সভাপতি আব্দুল বাছিত, ছাত্রনেতা শাহাবুদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আগামী নির্বাচনের সভাপতি প্রার্থী মাহসাদুল হক সানু। উপস্থিত ছিলেন- এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, কোষাধক্ষ্য এমদাদ রহমান তরফদার, সদস্য সাব্বির আহমেদ, আবু সুলেমান মির জাকির, আনোয়ার হোসেন ও রুবেল। 

অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন আরব আমেরিকান সেন্টার ফ্যামিলির সদস্য এবং সব ভলেন্টিয়ারদের মানবতার কাজে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী