ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা-আহত ১

#

নিজস্ব সংবাদদাতা

১১ মে, ২০২৩,  12:21 AM

news image

পটিয়া প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিক্ষের হামলায় রনি আকতার (৩৮) নামের এক নারী আহত হয়েছে। বুধবার দুপুরে পটিয়া পৌর এলাকার ৮নং ওয়ার্ডস্ত গোবিন্দারখীল তিতা গাজীর বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহত রনি আকতারকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় রনি আকতার বাদী হয়ে ৫জনকে আসামী করে পটিয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ ছোট কাটো খুটিনাটি বিষয় নিয়ে বাদীদের সাথে লিপ্ত থাকে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বাদীর ছেলে উঠানে খেলতে গেলে প্রতিপক্ষ মারধর শুরু করতে থাকে। পরে তার মা রনি আকতার ছুটে গেলে তাকেও প্রচন্ড মারধর ও শরীরের বিভিন্ন জায়গায় জখম ও শ্লীলতাহানী করে। এছাড়াও তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। এছাড়াও তার কাছে থাকা স্বর্ণের কানের দোল ও তারা নিয়ে যায়। পরে স্থানীয়রা তা দেখে ছুটে আসলে বিবাদীরা পালিয়ে যায়।

এ বিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, রনি আক্তার নামের এক মহিলাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এটি সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গস্খহণ করা হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী