সংবাদ শিরোনাম
পটিয়ায় সংবর্ধিত মোতাহেরুল ইসলাম চৌধুরী
নিজস্ব সংবাদদাতা
২৭ নভেম্বর, ২০২৩, 7:54 PM
নিজস্ব সংবাদদাতা
২৭ নভেম্বর, ২০২৩, 7:54 PM
পটিয়ায় সংবর্ধিত মোতাহেরুল ইসলাম চৌধুরী
মোরশেদ আলম:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবিণ আওয়ামী রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ নভেম্বর) তিনি দলীয় মনোনয়ন নিয়ে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন এসে পৌঁছলে পটিয়ার হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ নেতা কর্মীরা গাড়ি মোটরসাইকেল বাস মাইক্রো হাইচ শো ডাউন করে পটিয়া ভেল্লা ভাড়া থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে দাঁড়িয়ে পথসভা করেন।
পরে পটিয়া উপজেলা চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথ সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, মোখলেস উদ্দিন মনসুর, এডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ইমরান, যুব ক্রীড়া সম্পাদক মোঃ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ ডালিম, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ সভাপতি মোহাম্মদ সৈয়দ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম এ আব্দুল মতিন চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, মোজাহেরুল আলম চৌধুরী, সেলিম নবী, প্রকৌশলী মণির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহুর, সহ-সভাপতি মতুর্জা কামাল মুন্সী, মাইনুদ্দিন চৌধুরী, অথ সম্পাদক হাবিবুর হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলমগীর আলম, এমন এমন এ নাছির, ডি. এম জমির উদ্দিন, প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, চেয়ারম্যান দের মধ্যে আবুল কাশেম, এম এ হাশেম, ইনজামুল হক জসিম, এহসানুল হক, জাকারিয়া ডালিম, বখতিয়ার উদ্দিন, রণবীর ঘোষ টুটুন, বি.এম জসিম, মাহবুবুল রহমান, শাহিনুর ইসলাম শানু, কাউন্সিলর রূপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, সরোয়ার কামাল রাজীব, জসীমউদ্দীন, বুলবুল আক্তার, ইয়াসমিন আক্তার চৌধুরী, মহিলা নেত্রী সাজেদা বেগম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, পৌরসভা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, কৃষক লীগের সভাপতি সৈয়দ নুরুল আবছার, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগের হাজারো নেতাকর্মী।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যা দিয়েছে আর কিছু চাওয়ার নেই। আমার জীবন আমি সারাজীবন দলের জন্য, সাধারণ জনগনের জন্য উজার করে দিয়েছি। আমার আর চাওয়ার কিছু নেই। আমি আপনাদের দিতে এসেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সবসময় কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। আপনারা সারাজীবন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন। আমি আশাবাদী আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি আমি পটিয়াকে অসাম্প্রদায়িক, সন্ত্রাসী, কিশোর গ্যাং মুক্ত, মাদকমুক্ত আদর্শ উপজেলা হিসেবে উপহার দিব।
সম্পর্কিত