ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

#

নিজস্ব সংবাদদাতা

২০ ডিসেম্বর, ২০২৩,  9:07 PM

news image

নিজস্ব প্রতিবেদক-  চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রচারণার গাড়ি বহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ও কয়েকজন সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার দু'দিনে আরও বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প, ঈগল প্রতিকের সমর্থকদের মারধর সহ গাড়ির ভাঙচুরের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ও তিনবারের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী সহ একাধিক প্রার্থীরাও মাটে প্রচারনায় রয়েছে। গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হুইপ সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, গত সোমবার বিকালে কর্মী-সমবেশে যাওয়ার পথে বাইপাস মোড় ও হাবিলাসদ্বীপ, পাঁচুরিয়া এলাকায় হুইপ সামশুল হক সমর্থকদের পিটিয়েছে নৌকার সমর্থকরা। গত সোমবার রাতে জিরি ফকিরা মসজিদ এলাকায় তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরহাট, কুসুমপুরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে । বাকখাইন এলাকায় তাদের একটি প্রচার গাড়ি ভাঙচুর করে। এ সময় প্রচার গাড়িতে থাকা চালককে মারধর করে । ভাটিখাইন ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে মারধর ও ছাত্রলীগ নেতা বিপুল শীলকে হুমকি দেয়া হয়। বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলে। এসব ঘটনায় তারা থানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছেন।

অন্যদিকে আওয়ামী লীগ নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলামের প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ বলেন, স্বতন্ত্র প্রার্থীরা পটিয়াকে উত্তপ্ত করছে। নৌকার প্রার্থীর পক্ষ থেকে এসব বিষয় এসপি, ডিআইজি ও ওসিকে জানানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নৌকার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। বঙ্গবন্ধু ও নৌকার প্রশ্নে আপোষ হতে পারে না। এরপরও এসব বিষয় নিয়ে যাতে পারস্পরিক ভুল বুঝাবুঝি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দিন জানান, এ ঘটনার খবর পেয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চন্দনাইশ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ মুহিবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান সহ পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী