ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পটিয়া থেকে অভিনব কায়দায় স্বর্ণ ছিনতাই‌!

#

নিজস্ব সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৩,  11:09 PM

news image

মোরশেদ আলম, পটিয়া চট্টগ্রাম:- চট্টগ্রামের পটিয়া থেকে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক চক্রের এক অন্যতম সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে পটিয়া থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে এই প্রতারককে আটক করে। 

আটককৃত প্রতারকের নাম মো: রাসেল (৩৮)। সে শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি ইউপির টিএনটি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড.আশিক মাহমুদ বুধবার বিকেলে গনমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ের মাধ্যেম জানান, মঙ্গলবার (২৫ জুলাই) স্বর্ণসহ রাসেল নামের এই প্রতারককে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন।

আটক প্রতারক নিজকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ১৪ জুলাই পটিয়া স্টেশন রোডের হাইদগাঁও গিনি হাউস থেকে ক্রেতা সেজে ১২ ভরি স্বর্ণ কেনেন। পরে টাকা আনার নামে স্বর্ণ নিয়ে সে পালিয়ে যায়। পুলিশ এই মামলা তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির আশ্রয় নেয়। বার বার অবস্থান পরিবর্তন করায়  তাকে ধরতে পুলিশের বেগ পেতে হয়। পরে পুলিশ গরু ক্রেতা সেজে ঐ এলাকায় অবস্থান নিয়ে তাকে আটক করে। 

পটিয়া থানা পুলিশ তাকে আটকের সময় পটিয়া থেকে আত্মসাৎকৃত ১২ ভরি স্বর্ণ ছাড়াও তিন মাস আগে শরীয়তপুর থেকে চুরি করা চার ভরি ১৪ আনা স্বর্ণসহ মোট ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করে।

এছাড়াও প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এই সব স্বর্ণ নারায়নগঞ্জের কালির বাজারের পি,কে জুয়েলার্স নামক একটি স্বর্ণের দোকানে বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, এই চক্রের সাথে অনেকেই জড়িত আছে। দেশের বিভিন্ন জায়গায় তারা নেটওয়ার্ক তৈরি করে প্রতারণার মাধ্যেমে স্বর্ণ হাতিয়ে নিত।

তিনি এসময় সতর্কতার মাধ্যেমে ব্যাবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য ও তাগিদ দেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী