ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পটিয়া ব্যবসায়ী সমিতির আহব্বায়ক কমিটি গঠিত

#

নিজস্ব সংবাদদাতা

১৬ জুন, ২০২২,  6:15 PM

news image

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

পটিয়া পৌরসদরের থানা মোড়স্থ ঐতিহ্যবাহী শহীদ আবদুস ছবুর রোড ব্যবসায়ী সমিতির আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শহীদ আবদুস ছবুর রোড ব্যবসায়ী সমিতি সভাপতি পুলক চৌধুরী ও সাধারণ সম্পাদন হারুন আর রশিদ এর যৌথ উদেগ্য এক আলোচনা সভায় এ আহব্বায়ক কমিটির ঘোষনা দেন কমিটির সভাপতি পুলক চৌধুরী। এবং সে সাথে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনাও করা হয়।

গত বুধবার রাত ৯টায় পটিয়া একটি রেস্তোরায় এক আলোচনা সভার আয়োজন করেন। এ সময় সমিতি সদস্যদের সম্মতিক্রমে ৯জন বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষনা হয়।

আহব্বায়ক কমিটিতে যারা তারা হলেন, ব্যবসায়ী হাজী আবদুল ছবুর , আব্দুর শুক্কুর, মো. মুসলিম, মকসুদ,জহির,সাবেক সভাপতি পুলক চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক হারুন, মনির ও সেলিম।

এ সময় আহব্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কিমিটি দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও শহীদ ছবুর রোডে দারোয়ান নিয়োগ ও চুরি ছিনতাই ঠেকাতে সিসি টিভি ক্যামরা লাগানোর উদ্যেগ নেওয়ার কথাও বলা হয়েছে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী