ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পাহাড়কাটা, বালিপাচার ও অন্যায়ের প্রতিবাদ করায় চেয়ারম্যান গফুরকে হেনস্তা

#

৩০ আগস্ট, ২০২৩,  12:16 AM

news image

কক্সবাজার অফিস:

পাহাড়কাটা ও অন্যায়ের প্রতিবাদ করায় কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, হেনস্তা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে  নুরুল আলম প্রকাশ শেখ আলম নামের এক ব্যক্তি। 

জানা গেছে, এই  নুরুল আলম অস্ত্র মামলায় আটক হয়ে  বছর কয়েক জেল কেটেছেন। তার বিরুদ্ধে রয়েছে পাহাড় কাটা ও বালি পাচারের অভিযোগে বন ও পরিবেশ অধিদপ্তরের  মামলাও। এছাড়াও গত ১৬ আগষ্ট র‍্যাবের হাতে আটক হন নুরুল আলমের আপন ভাতিজা থাইংখালীর শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ রাসেল উরফে ডাকাত রাসেল (৩২)। জেলা পরিষদের চেয়ারম্যানের নাম ভাঙিয়ে পাহাড় কাটা ও বালি পাচারে  জড়িত নুরুল আলম বর্তমানে গা ঢাকা দিয়ে ইয়াবা পাচারে যোগ দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

এবিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, নুরুল আলম একজন দুষ্টু প্রকৃতির লোক। সে জেলা পরিষদের চেয়ারম্যানের নাম ভাঙিয়ে এলাকায় পাহাড় কাটা ও বালি পাচার করে আসছিল।সে নিজে একটি সিন্ডিকেট সৃষ্টি করে এলাকায় বেশকিছু পাহাড় শেষ করে দিয়েছে।তার এসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গিয়ে অপমান, হেনস্তা ও অপদস্তের শিকার হয়েছি। এখন আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে পাহাড় কাটা ও বালি পাচারের অভিযোগে মামলা রয়েছে। আরও আছে অস্ত্র ও ডাকাতি মামলাও। বর্তমানে নুরুল আলম  তার ছেলেদের সঙ্গে নিয়ে  ইয়াবা ব্যবসার পরিচালনা করে আসছে।

চেয়ারম্যান গফুর বলেন, নুরুল আলম তার অপরাধ ও অপকর্ম ঢাকার জন্যে সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। এসব ঠুনকো নাটকীয়তা ও লোক সিম্পিতি অর্জনের ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছু নয়। 

চেয়ারম্যান গফুর আরও বলেন, ইতিমধ্যে আলম ও তার ছেলের ইয়াবা ব্যবসা এবং নানা অপকর্মের তথ্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে চলে গেছে। 



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী