ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পায়রা নদীতে অর্ধকোটি টাকার মালামালসহ ট্রলারডুবি

#

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:49 PM

news image
একটি ট্রলার ডুবে যায়

নিজস্ব প্রতিনিধি : শনিবার দিবাগত রাতে উপজেলার কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে যায়।

জানা যায়, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা ওই ট্রলারে প্রতি সপ্তাহের শনিবার বরগুনা থেকে মালামাল নিয়ে আসেন। 

জানা যায়, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা ওই ট্রলারে প্রতি সপ্তাহের শনিবার বরগুনা থেকে মালামাল নিয়ে আসেন। প্রতি সপ্তাহের মতোই উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির অনুপস্থিতিতে ট্রলারটি তার ছেলে চালাতেন।

শনিবার মালবোঝাই করে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশ করছিল। এ সময় খালের মুখের চরের সঙ্গে ধাক্কা লাগে। এতে পায়রা নদীর স্রোতের তোরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে তালতলী বাজার ও কবিরাজপাড়া বাজারের ১৭ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ট্রলারের মালিক মাঝি জামালের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

তালতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী