ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

#

নিজস্ব সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:12 PM

news image

কক্সবাজারের কুতুবদিয়ায়  পুকুরে ডুবে একদিনে ২ শিশুর মৃত‍্যু হয়েছে।  রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনায় ও সন্ধ্যায় আকবর বলী পাড়ায় পৃথক দুটি ঘটনা ঘটেছে। 


প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের  শিশু পুত্র আকিল (১) পরিবারের  অজান্তেই বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুরুংবাজারে নকীব মেডিকেল হলে ডা. আলহাজ ও মো. নুরুল আলম কুতুবীর চেম্বারে এবং পরে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।


অপর দিকে  একই ইউনিয়নে একই দিন  সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে আকবর বলী পাড়ার মো. বাদশাহর শিশু কন‍্যা আলিফা মনি (২) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত বলে জানান।


কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে  জানান, রোববার সকাল-  সন্ধ্যায় দুই শিশু পুকুরে ডুবে  নিহতের খবর পেয়ে সাথে সাথেই ওই পরিবারের খোঁজ খবর  নিয়েছি। পরিবারের অজান্তে  অকালে ঝরে গেল  দুই শিশুর প্রাণ।  


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী