ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

ফের উত্তাল ইরাক

#

২৯ সেপ্টেম্বর, ২০২২,  5:01 PM

news image

ফের ইরাকে বাগদাদের গ্রিন জোনে দেশটির সরকারি ভবন ও বিদেশি মিশনগুলোতে রকেট হামলার ঘটনা ঘটেছে। টানা দ্বিতীয় দিনের মতো এই হামলা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।


দেশটির স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার সকালের দিক চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এছাড়া হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এর আগে গতকাল বুধবার ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকরা গ্রিন জোনের ওপর তাণ্ডব চালায়। দেশটির স্পিকারের পদত্যাগ নিয়ে পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ায় মুক্তাদার অনুসারীরা এই হামলা চালায়। আল জাজিরা বলছে, আল-সদরের সমর্থকরা পার্লামেন্টের নিরাপত্তা বাহিনীকে হটিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়। তবে দাঙ্গা পুলিশের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।


ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার বিকেলে রিপোর্টে বলেছে, গ্রিন জোনে তিনটি কাতুয়াশা রকেট পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরান সমর্থিক ব্লক আল-সদরের সমর্থকদের অনুপস্থিতিতে পার্লামেন্টে নতুন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। বুধবারের সংঘর্ষ এর প্রধান কারণ।


এদিকে রয়টার্স জানিয়েছে, ইরাকের কুর্দি অঞ্চলে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। এতে গর্ভবতী নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন। এর আগে গতকাল বুধবারও কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী