ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় বইমেলা শুরু রবিবার

#

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  8:51 PM

news image
বইমেলা

নিজস্ব প্রতিনিধি : বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রবিবার বিকাল ৪টা থেকে ৯ দিনের বইমেলা শুরু হচ্ছে। 

বইমেলার উদ্বোধন করবেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। 

বিশেষ অতিথি থাকবেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা), বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখবেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। এছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে বইমেলার আলোচনা, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টল বসেছে। প্রতিদিনি থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বইমেলায় পুন্ড্র সম্মাননা পদক প্রদান করা হচ্ছে দেশবরণ্যে সঙ্গিত শিল্পী শওকত হায়াত খান ও বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশু। ২৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু। বিশেষ অতিথি থাকবেন বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন।

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, বগুড়া বাসির সহযোগিতা নিয়ে বইমেলা শুরু হবে রবিবার বিকাল ৪টায়। আমাদের সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী