ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

বঙ্গবন্ধুর আত্মা মাগফিরাত কামনায় মসজিদের নির্মাণকাজ উদ্ভোধনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

#

০১ আগস্ট, ২০২৩,  11:18 PM

news image

তাফহীমুল আনাম আরিয়ান:

আগষ্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ নির্মাণ কাজের উদ্ভোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

আজ মঙ্গলবার বিকেলে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন মোরাপাড়ায় এই মসজিদ নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন তার পারিবারিক জমি হতে মসজিদ নির্মাণের জন্য দান করেন।

এসময় তিনি জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদের পার্থিব জীবনে জাতির জন্য সব করেছেন। তাদের পরিবারের আখিরাত জীবনে মসজিদের সবটুকু সওয়াব পৌছাতে কক্সবাজার জেলা ছাত্রলীগের এই উদ্যোগ।

এস এম সাদ্দাম হোসাইন আরো বলেন, “জেলা ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগষ্টের মাসব্যাপী নানা উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যে।”

মসজিদ উদ্ভোধনকালে রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক উদ্দিন মিশুক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন,ছাত্রনেতা শাহরিয়ার নূর সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সাদ্দামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী