বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্লে ফাইনডিং কালার প্রতিযোগিতায় আয়েশা আফরিনের ২য় অর্জন।
০১ ডিসেম্বর, ২০২৩, 5:45 AM
NL24 News
০১ ডিসেম্বর, ২০২৩, 5:45 AM
বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্লে ফাইনডিং কালার প্রতিযোগিতায় আয়েশা আফরিনের ২য় অর্জন।
নগরীর মুহুরী পাড়া উত্তরা আবাসিক এলাকায় অবস্থিত লিটল ষ্টার প্লে স্কুলে ৩০শে নভেম্বর সকাল ১০টায় বার্ষিক পুরষ্কার বিতরণ-২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন লিটল স্টার প্লে স্কুল পরিচালিত ইংলিশ কেয়ারের প্রধান নির্বাহী জনাব নাসির উদ্দিন রাহাত ও ক্লাস পার্টি বিশিষ্ট সমাজ সেবক হাজী শামসুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গুলবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম, সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবী কামরুন নাহার, প্রচার সম্পাদক জনাব শাহজাহান,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জামাল উদ্দিন।অনুষ্ঠানে সূচনা লগ্ন হয় শিক্ষার্থী মুনতাসীরের কুরআন তেলোয়াতের মাধ্যমে এবং ফাইনডিং কালার প্রতিযোগিতায় বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আয়েশাসহ ৩ জনের এবং অন্যান্য সকল শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে পুরষ্কার তোলে দেওয়া হয়।
অভিভাবক আনিকা বলেন,মোবাইল নয়,লেখাপড়ার পাশাপাশি খেলা-ধুলা হোক আমার বাচ্চার মূল নেশা, মেধা বিকাশের জন্য বার্ষিক ক্রীড়া ও শারীরিক গেমিং অন্যতম ভূমিকা পালন করেন,বাচ্চাকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে একমাত্র প্রথা ক্রীড়াঙ্গনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অশিক্ষিত ব্যক্তিমাত্রই সমাজের জন্য বোঝাস্বরূপ। শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি কল্পনাও করা যায় না। একটি জাতিকে উন্নতির ক্রমবর্ধমান পথে ধাবিত হতে গেলে ও চূড়ায় পৌঁছাতে হলে শিক্ষা ছাড়া অন্য গত্যন্তর নেই।তবে জাতীয় উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্ব পূর্ণ হলো প্রাথমিক শিক্ষা। একটা ভালো বীজ থেকেই সম্ভব একটা গাছ মহীরূহ হয়ে ওঠা, তেমনি মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠন ও উন্নয়নের জন্য অপরিহার্য। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষাব্যবস্থার বীজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষিকা মাসুকা বেগম ।।তিনি বলেন বাচ্চাদের সঠিকভাবে গড়ে তুলতে আমাদের স্কুলের কোনো অপূর্ণতা থাকবে না,আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করে যাবো বাচ্চারা যাতে মেধা যাচাইয়ে সাফল্য অর্জন করে।