ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

বৌদ্ধধর্মীয় গুরু উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া

#

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:04 PM

news image

বরগুনা প্রতিনিধি 

হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরগুনার তালতলী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 শুক্রবার(৪ফেব্রুয়ারী) সকালে খাওয়াদাওয়া শেষে দুপুরে সইং নৃত্যের (শবদাহ নৃত্য) মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পরে মহাসঙ্ঘদান, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা আলোচনা সভা ও শেষে ডুমাবাজির মধ্য দিয়ে প্রয়াত মহাথেরোর দেহ সৎকার করা হয়। 


পুরো অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নরনারী অংশ নেন। এ ছাড়া পটুয়াখালী বরগুনা খাগড়াছড়ি বান্দরবান এলাকর বিভিন্ন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরা এতে অংশগ্রহণ করেন। প্রায়ত উসুগান্দাথোরের দেহ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শবদাহ অনুষ্ঠানস্থলে সইং নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হয়। নানা অনুষ্ঠান শেষে বিকেলে ডুমাবাজির মাধ্যমে (স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি এক প্রকার বারুদ ভর্তি গোলা) প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর দেহ সৎকার করা হয়। 


উল্লেখ্য গত বছরের(২৯নভেম্বর)তালতলী উপজেলার অন্যতম উপজেলা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত উ-সুগান্দা মহাথোরো ৮৩বছর বয়েসে পরলোক গমন করেন। সনাতনি প্রক্রিয়ায় এতদিন বৌদ্ধ ভিক্ষুর দেহ বৌদ্ধ মন্দিরে কাচের কফিনে সংরক্ষণ করে রাখা ছিল।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী