ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

ব্রাশ না করেই সন্তানকে চুমু, আপত্তি জানানোয় স্ত্রীকে কুপিয়ে হত্যা

#

০১ জুলাই, ২০২২,  3:20 PM

news image

ঘুম থেকে উঠে ব্রাশ না করেই সন্তানকে আদর করে চুমু দেন বাবা। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি ওই ব্যক্তির স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়; সেখান থেকে হাতাহাতি। এক পর্যায়ে রাগের বশে ছুরি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পালক্কড়ে।

আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অবিনাশ। তার স্ত্রীর নাম দীপিকা। মঙ্গলবার সকালে উঠে অবিনাশ তার শিশুপুত্রকে আদর করতে যান। তবে স্বামী ব্রাশ না করেই ছেলেকে চুমু খাওয়ার বিষয়ে তীব্র আপত্তি ছিল স্ত্রী দীপিকার। এ নিয়ে স্বামীকে অপমানজনক কথা বলতে শুরু করলে আর মাথা ঠিক রাখতে পারেননি অবিনাশ। তাদের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হয়। তখনই একটি ধারালো ছুরি নিয়ে দীপিকার ওপর এলোপাতাড়ি হামলা চালাতে থাকেন অবিনাশ। দীপিকার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধারে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ইতিমধ্যেই অবিনাশকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অবিনাশ কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন। দু’মাস হলো তিনি পালক্কড়ে ফিরে আসেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী