ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

ভালুকায় ট্রাকচাপায় নিহত ২

#

০৭ এপ্রিল, ২০২২,  4:18 PM

news image

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকচাপায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস-ধলিয়া আঞ্চলিক সড়কের উত্তর রাংচাপড়া নামক স্থানে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফায়ার সার্ভিস-ধলিয়া আঞ্চলিক সড়কে ভরাডোবা ইউনিয়নের উত্তর রাংচাপড়া নামক স্থানে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রান্দিয়া থেকে ভালুকাগামী যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে অটোচালক আবুল হোসেন (৫০) ও অটোযাত্রী ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের আফছার উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪৫) নিহত হন। 

এ সময় ভরাডোবা গ্রামের শফিকুলের স্ত্রী ফাতেমা (৩৫), পুরুড়া গ্রামের ফখরুল ইসলামের স্ত্রী রুনা (৩০), নিহত আব্দুল মতিনের ছেলে ছোয়াদ (১০) ও অজ্ঞাত পুরুষ (৩০) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল-মামুন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার ও আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, নিহত দুইজনের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক আটক করা হয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী