ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার

#

০৭ এপ্রিল, ২০২২,  10:01 PM

news image

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার চৈঘাট এলাকা সংলগ্ন  ভৈরব নদী থেকে শাহাদাত হোসেন (৭১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন শাহাদাত হোসেন।

নিহত শাহাদাত হোসেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার তাহের উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।

নিহতের ছেলে আল আমিন বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় তিনি চলে যেতেন। বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। দুপুরে বাবার লাশ পেলাম এই বলে কান্নায় ভেঙে পড়েন আল আমিন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী