ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

মদ্যপ থাকার কারণে পদত্যাগ করলেন ব্রিটিশ ডেপুটি চিপ হুইপ

#

০১ জুলাই, ২০২২,  3:28 PM

news image

অত্যধিক পরিমাণ মদ খেয়ে মদ্যপ থাকার কারণে শেষপর্যন্ত পদত্যাগ করেছেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির ডেপুটি চিপ হুইপ ক্রিস পিনচার। এ জন্য তিনি অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য আরেকটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ক্রিস পিনচার কনজার্ভেটিভ দলের এমপিদের মধ্যে শৃংখলা বজায় রাখার দায়িত্বে ছিলেন।

কিন্তু বুধবার রাতে কনজার্ভেটিভ পার্টির প্রাইভেট সদস্যদের ক্লাব লন্ডনের পিকাডিলিতে অবস্থিত কার্লটন ক্লাবে উপস্থিত দু’জন সহকর্মী অতিথিকে আকস্মিক আক্রমণ করেন তিনি। এ সময় তিনি ছিলেন মদ্যপ। পরে যখন চেতনা ফেরে তখন তিনি বিষয়টি আঁচ করতে পারেন এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে ক্ষমা চান। পদত্যাগ করেন। তাতে তিনি বলেছেন, সরকারে দায়িত্ব পালন আমার জীবনের বড় সম্মান ছিল। প্রধানমন্ত্রীর কাছে লেখা পদত্যাগপত্রে তিনি বলেছেন, বুধবার রাতে আমি খুব বেশি মদ পান করেছিলাম। ডেইলি মেইল

ক্রিস বলেন, অতিরিক্ত মদ খাওয়ার জন্য নিজে এবং অন্য মানুষদের সামনে আমি খুব বেশি বিব্রত। শেষ পর্যন্ত আমি আপনার কাছে এবং সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাই। আমি যা করেছি তার জন্য আমার মনে হয় ডেপুটি চিপ হুইপ পদ ত্যাগ করাই হবে উত্তম। আপনার কাছে এবং যাদেরকে আমি হতাশ করেছি, তাদের কাছে আমি ঋণী। আপনাকে আমি নিশ্চয়তা দিতে চাই যে, ব্যাকবেঞ্চ থেকে আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে যাবো। কোভিডের পরে এবং আন্তর্জাতিক মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ যেভাবে মোকাবিলা করছেন, সেক্ষেত্রে আপনার উত্তম সাফল্য কামনা করি। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী