সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে চিকিৎসা না পেয়ে সপ্তাহে ৫০০জন লোক মারা যেতে পারে, বলেছেন জরুরী বিভাগের প্রধান
০২ জানুয়ারি, ২০২৩, 7:03 AM
NL24 News
০২ জানুয়ারি, ২০২৩, 7:03 AM
যুক্তরাজ্যে চিকিৎসা না পেয়ে সপ্তাহে ৫০০জন লোক মারা যেতে পারে, বলেছেন জরুরী বিভাগের প্রধান
যুক্তরাজ্যে দুর্ঘটনা এবং জরুরি বিভাগের বিলম্বের কারণে চিকিৎসা না পেয়ে সপ্তাহে ৫০০জন লোক মারা যেতে পারে, হুশিয়ারী দিয়েছেন রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের সভাপতি ডক্টর অ্যাড্রিয়ান বয়েল । তিনি মনে করেন ডিসেম্বরের জরুরী বিভাগের সামনে কত সময় মানুষকে অপেক্ষা করতে হচ্ছে , এরকম অবস্থা তিনি কখনো দেখেনি । এদিকে এক ডজনেরও বেশি এনএইচএস ট্রাস্ট এবং অ্যাম্বুলেন্স পরিষেবাগুলি ঘোষনা দিয়েছেন, এখন কঠিন সময় পার করছে তারা । কারণ গুরুতরভাবে ফ্লু প্রাদুর্ভাব এবং ক্রমবর্ধমান COVID কেস বাড়ার কারনে হিমসিম খেতে হচ্ছে তাদেরকে ।
সম্পর্কিত