ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীতে ঘর পেল ৫ পরিবার

#

১০ এপ্রিল, ২০২২,  3:44 PM

news image

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের উদ্যোগে রাজবাড়ীতে ৫টি ঘরের পাশাপাশি প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের উপস্থিতিতে ঘরগুলো হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল সেডে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফকীর আব্দুর জব্বার, রাজবাড়ীর জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ উপস্থিত থেকে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের মোছা. কহিনুরকে ঘরের চাবি সহ দলিল তুলে দেন।

অন্যদিকে রাজবাড়ী পাংশা মডেল থানা প্রাঙ্গনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম উপস্থিত থেকে মৌরাট ইউনিয়নের বাজেয়াপ্ত মালঞ্চী গ্রামের মো. কোরবান শেখের হাতে ঘরের দলিল তুলে দেয়। এ সময় সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কালুখালীতে ছালেহা বেগম, বালিয়াকান্দিতে এতিফোন বেগম ও গোয়ালন্দে মোসা. আরজু বেগমের কাছে ঘর ও দলিল তুলে দেওয়া হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী