ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে তিন খুন

#

০৭ জুলাই, ২০২৩,  11:56 AM

news image

কক্সবাজার অফিস:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে  দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। পুলিশ  মরদেহ উদ্ধার করেছে৷ নিহত তিনজনই আরসা সদস্য বলে জানা গেছে। 

নিহতরা হলো, ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন(২৪),এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬) ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এই গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা দুষ্কৃতকারী গুরুতর আহত হন। আহতরা হলো,ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ। 

শুক্রবার(৭ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন 
 ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। তিনি জানান, দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  গোলাগুলি হয়৷ এতে উভয় পক্ষের গুলিতে তিনজন মারা যায়। আমাদের টিম খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়, এবং সেখান থেকে  তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনই আরসা সদস্য। 

এ ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ অপরাধীদের  গ্রেফতারে  অভিযান অব্যাহত রেখেছে । এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী