সংবাদ শিরোনাম
লিংকরোড়ে বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
১১ ডিসেম্বর, ২০২৩, 1:18 AM
NL24 News
১১ ডিসেম্বর, ২০২৩, 1:18 AM
লিংকরোড়ে বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার অফিস:
কক্সবাজারের ঝিলংজা লিংকরোড়ের দক্ষিণ মহুরিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ৷ এঘটনায় মহুরিপাড়া এলাকার বাসিন্দা স্থাপনা নির্মাণকারী সরওয়ার কামাল ও রোজিনা নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়েছে বন দপ্তর।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের আওতাধীন লিংকরোড় বিট অফিস।
বিষয়টি নিশ্চিত করেছেন লিংকরোড় বিট অফিসের বিট কর্মকর্তা মো. ইসরাইল হোসেন।
তিনি জানান, স্থাপনা নির্মাণের খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে অবৈধ পাকা স্থাপনাটি ভেঙে দেয়া হয়। এঘটনায় সরওয়ার কামাল ও রোজিনা নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
উক্ত অভিযানে সহযোগী হিসেবে ছিলেন দক্ষিণ বন বিভাগের চেইন্দা বিট অফিসের বিট কর্মকর্তা মো. ফসিউল আলম শুভ সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
সম্পর্কিত