ঢাকা ০৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

শোভা ছড়াচ্ছে আমের স্বর্ণালী মুকুল

#

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  9:11 PM

news image
পাতার ফাঁকে উঁকি দিচ্ছে মুকুল

নিজস্ব প্রতিনিধি : শীতের স্নিগ্ধতার মধ্যে শোভা ছড়াচ্ছে এ মুকুল। গাছের পাতার ফাঁকে উঁকি দিচ্ছে এ মুকুল। মুকুলের ঘ্রাণে কাছে টানছে মৌমাছিকে।

রাজশাহীর বাঘায় কিছু আম গাছে মাঘের শেষে মুকুল আসতে শুরু করেছে। এতে আশায় বুক বেঁধে পরিচর্যা শুরু করেছেন আম চাষিরা। শীত শেষ হয়নি, ফাল্গুনও আসেনি। এরইমধ্যে স্বর্ণালী মুকুলের দেখা মিলেছে আম গাছে।

এ বিষয়ে আম চাষি উপজেলার বাউসা গ্রামের হযরত আলী বলেন, আমার আম গাছের মুকুল দেখে মনটা ভরে উঠেছে। আগাম মুকুল স্থায়ী হবে কি-না বুঝতে পারছি না। এ নিয়ে শঙ্কায় আছি। আবহাওয়া অনুকূলে থাকলে আর মুকুলের ক্ষতি না হলে চলতি মৌসুমে আমের উৎপাদন ভাল আশা করছি।

উপজেলার মনিগ্রামের আম চাষি জিল্লুর রহমান বলেন, প্রতি বছর কিছু আম গাছে আগাম মুকুল আসে। আবহাওয়া জনিত কারণে এসব মুকুল অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মাঘের শেষে যেসব গাছে মুকুল আসে, সেগুলো স্থায়ী হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, নির্ধারিত সময়ের আগে কিছু গাছে মুকুল আসে। আবহাওয়া অনুকূলে থাকলে আগাম মুকুলগুলো স্থায়ী হয়। তবে আশা করছি গত মৌসুমের চেয়ে এবার আমের ফলন ভাল হবে। উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী