ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

‘রানির বেহেশতে যাওয়া নিয়ে ওমরাহ পালন’, গ্রেপ্তার ১

#

১৩ সেপ্টেম্বর, ২০২২,  4:11 PM

news image

গত ৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। এই ঘটনায় যুক্তরাজ্যজুড়ে বইছে শোকের ছায়া। এই শোক বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তবে সোদি আরবে ঘটেছে অদ্ভুদ এক ঘটনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোদি আরবের কর্তৃপক্ষ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মৃত রানির জন্য মক্কায় ওমরাহ পালন করতে আসেন। ইয়েমেনের ওই ব্যক্তি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে মুসলিমদের পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে দেখা যায়। এই স্থানে মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।  ভিডিওতে আরও দেখা যায়, ওই ব্যক্তি একটি ব্যানার ধরে আছেন। তাতে লেখা, রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ,  রানিকে স্বর্গে এবং ধার্মিকদের মধ্যে গ্রহণ করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।  


এরপর এই ভিডিও দ্রুত সৌদি আরবের সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। টুইটারে ব্যবহারকারীরা তাকে গ্রেফতারের আহ্বান জানান।

সৌদি কর্তৃপক্ষ মুসল্লিদের মক্কার মধ্যে ব্যানার ও স্লোগান নিষিদ্ধ করেছে। মৃত মুসলিমদের জন্য ওমরাহ পালন করা গেলেও অমুসলিমদের জন্য ওমরাহ পালনের নিয়ম নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছে, ওমরাহ নীতি ভঙ্গ করায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

রানির শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী